শনিবার, ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মাদকাসক্ত ও জুয়ারীরা বেপরোয়া ॥ ঠেকানোর কেউ নেই
ভোলায় মাদকাসক্ত ও জুয়ারীরা বেপরোয়া ॥ ঠেকানোর কেউ নেই
লালমোহন বিডিনিউজ ,মোঃ আলী আকবর ভোলা : ভোলার উত্তর দিঘলদী এলাকায় মাদকসেবী ও জুয়াখোরদের দৌরাত্ম্য বেড়েছে। যত্রতত্র তাদের আসর বসায় এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে যাওয়ার পথে প্রায় সময়ই উত্ত্যক্ত করার ঘটনা ঘটছে। অনেক অভিভাবক তাদের মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাতে ভয় পায়। এদের প্রতিবাদ করতে গিয়ে সর্বশেষ গত সপ্তাহে গজারিয়া বাজার এলাকায় মাদকসেবী আকবর ও জহিরের হামলায় গুরুতর আহত হন ব্যবসায়ী সাইফুল ও তার ছোট ভাই রুবেল। সাইফুল জানান, মাদকসেবী ও জুয়ারিরা তাদের বাড়ির পাশের একটি বাগানে আস্তানা বানিয়েছে। প্রায় প্রতিদিনই তারা ওই আসর জমায়। এলাকার ছেলে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। এ জন্য তার ছোট ভাই রুবেল আকবর ও জহিরকে ওই বাগানে আসর জমাতে নিষেধ করে। এ ঘটনার পর মাদকসেবীরা রুবেলকে বেদম মারধর করে। রুবেলের ডাক চিৎকার শুনে সাইফুল তাকে উদ্ধার করতে এলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। এ সময় সাইফুলের কাছে থাকা একটি চায়না মোবাইল ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় মুরুব্বিরা ফয়সালা করে দিয়েছেন। বেপরোয়া মাদকাসক্ত ও জুয়াখোরদেরকে বাধা দিতে সাইফুল রুবেলের মত সাহস নিয়ে কেউ এগিয়ে আসে না। ভয়ে পুলিশকেও কেউ খবর দিতে পারছে না। এলাকাবাসীর অভিযোগ মাঝে মধ্যে সিভিল পোষাকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে ঘুরে যায়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।