
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মূত্র থলিতে পাথরের যন্ত্রনা সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নব বিবাহিত যুবক আঃ খালেক। সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দঃ আড়ালিয়া গ্রামের দিন মুজুর আবুল কালামের ছেলে। শনিবার (২৪ এপ্রিল) সকালে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা ও স্ত্রী জমিতে ডাল মরিচ তোলার কাজ করছিল।
নিহতের মা জানান, ৬ মাস আগে খালেকের বিয়ে হয়েছে। কিছুদিন আগে মুত্র থলিতে ৩টি পাথর ধরা পড়ে। বরিশালের ডাক্তারেরা একটি বের করে পাইপ লাগেয়ে দেয়। আমরা গরীব-দিনমুজুর,পেটেও ভাত নেই। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। ব্যথার যন্ত্রনায় ঘুমাতে পারছিলোনা ছেলেটি । সকালে আমি বউকে নিয়ে পরের জমিতে কাজ করতে গেছি, এসে দেখি ছেলে গলায় দড়ি দিছে।
তজুমদ্দিন থানার ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।