বুধবার, ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জনপ্রতি ফিতরা নির্ধারণ: সর্বনিম্ন ৭০ টাকা, সর্বোচ্চ ২,৩১০|| লালমোহন বিডিনিউজ
জনপ্রতি ফিতরা নির্ধারণ: সর্বনিম্ন ৭০ টাকা, সর্বোচ্চ ২,৩১০|| লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এ বছর জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ। বুধবার (২১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসলামি শরিয়া মতে, আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব এসব পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা দেয়া যায়। ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিশমিশ, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
আটা দিয়ে আদায় করলে ৭০ টাকা, যব দিয়ে আদায় করলে ৫০০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ১ হাজার ৩২০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ১ হাজার ৯৮০ টাকা, পনির দ্বারা আদায় করলে ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ফিতরার পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয় ঈদের নামাজে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করতে হয়।