মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণা করা উচিত-শেখ হাসিনা।।লালমোহন বিডিনিউজ
ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণা করা উচিত-শেখ হাসিনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে সহজলভ্য পণ্য হিসেবে ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
চীনের বোয়াও শহরে ফোরাম ফর এশিয়ায়, ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন, সবার জন্য টিকা নিশ্চিতের জন্য, অন্য দেশগুলোকে টিকা উৎপাদনে সহায়তা দিতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, কঠিন এই সময়ে উন্নয়নশীল দেশগুলোর আরো বেশি আর্থিক সহায়তা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরো মন্তব্য করেন, করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেখ হাসিনা আরও বলেন,’বৈশ্বিক সংস্থাগুলোকে অধিকতর কার্যকর করতে একসাথে কাজ করতে হবে। করোনা নির্মূলে ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম যেন সকলে সমানভাবে একযোগে পায় সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। আসুন আমরা একসাথে চিন্তা করে কাজ করি। যাতে উন্নতিটা একসাথে হয়।’
করোনা ভাইরাস মানুষকে ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, মহামারিতে আর্থ-সামাজিক ক্ষতি সামাল দিতে বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করতে হবে।