
সোমবার, ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাচ্ছে নিন্ম আয়ের ৩৬ লাখ পরিবার।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাচ্ছে নিন্ম আয়ের ৩৬ লাখ পরিবার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাচ্ছেন নিন্ম আয়ের ৩৬ লাখ পরিবার। প্রতিটি পরিবারকে দেয়া হবে আড়াই হাজার টাকা। এজন্য সরকারের মোট ৯৩০ কোটি টাকা ব্যয় হবে।
এই সহায়তা পাওয়ার তালিকায় করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার রয়েছে। এছাড়া সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবার পাবে পাঁচ হাজার করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে এসব তথ্য জানিয়েছেন। বাসস জানায়, ৪ এপ্রিলের ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার এক লাখ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কোভিড ১৯–এর কারণে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত এসব কৃষককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়। তালিকাটি চূড়ান্ত হলে প্রয়োজনীয় অর্থের পরিমাণ কম বা বেশি হতে পারে।
অন্যদিকে, বিগত ২০১৯-২০ অর্থবছরে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে যাচাই–বাছাই করে প্রায় ৩৫ লাখ পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছিলো।