শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ১৫ দিনে ২৭৭ জেলের জেল, পৌনে ৮ লাখ টাকা জরিমানা ,দশ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ভোলায় ১৫ দিনে ২৭৭ জেলের জেল, পৌনে ৮ লাখ টাকা জরিমানা ,দশ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ভোলা সংবাদদাতা :নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৯ অক্টোবর শুক্রবার নিষেধাজ্ঞার শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে সদর উপজেলার মেঘনা নদী থেকে চার জেলে ও চরফ্যাশন উপজেলা থেকে এক জেলেকে আটক করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক এ তথ্য জানিয়ে বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে গত ২৪ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ১৫ দিনে ভোলার বিভিন্ন উপজেলার মেঘনা ও তেুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ২৭৭ জন জেলেকে আটক করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জরিমানা করা হয়েছে পৌনে আট লাখ টাকা। এ ছাড়া দশ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকা আটক করা হয়েছে ৪২টি। এ সময় বিপুল পরিমান মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় ও দুস্থ্যদের মাঝে বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, দেশের অন্যতম অর্থকরী সম্পদ মা ইলিশের উৎপাদন বাড়াতে ও মা ইলিশ রক্ষায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রি, সরবরাহ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার ১৫ দিন পর আজ শনিবার থেকে ভোলার মেঘনা ও তেুঁলিয়া নদীতে দুই লক্ষাধিক জেলে নতুন করে জাল ফেলে মাছ ধরবে। তারা ইতিমধ্যেই জাল ও নৌকা নিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম মাঝি।