রবিবার, ১৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
হেফাজত নেতা মামুনুল হক গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ ভাঙচুর নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিসি তেজগাঁওয়ের কার্যালয়ে নেয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সম্প্রতি সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় তিনটি মামলা রয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনায় একাধিক মামলায় চার্জশিটভুক্ত আসামি মামুনুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।