রবিবার, ১৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই ফার্মেসীকে জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে দুই ফার্মেসীকে জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে হঠাৎই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এমন সুযোগে ডায়রিয়ার সিএস স্যালাইনের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বাড়িয়ে দিয়েছে স্থানীয় ফার্মেসীগুলো। ফলে অতিরিক্ত মূল্যে দিয়ে স্যালাইন ক্রয় করতে হচ্ছে রোগীর স্বজনদের।
রবিবার দুপুরে এমন অভিযোগের ভিত্তিতে লালমোহন বাজারের ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে ডায়রিয়ার স্যালাইন অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে হাসপাতাল সংলগ্ন ফাতেমা মেডিকল হল কে ৫০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড এবং উত্তর বাজার মসজিদ সংলগ্ন আমিন মেডিকেল হলকে ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। একই সাথে প্রতিটি ফার্মেসীকে ন্যায্য মূল্যে ঔষধ বিক্রির জন্য নির্দেশনা প্রদানে কেমিষ্ট সমিতির সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েতকে নির্দেশ দেয়া হয়।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, গরমে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে স্যালাইনের অতিরিক্ত মূল্য নিচ্ছে ফার্মেসীগুলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এধরণের অপকর্ম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আল নোমান।