শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার মেঘনায় শেষদিন পর্যন্ত মোট ১৫ টি ট্রলারসহ ১৩১ জেলে আটক, জেল-জরিমানা
মনপুরার মেঘনায় শেষদিন পর্যন্ত মোট ১৫ টি ট্রলারসহ ১৩১ জেলে আটক, জেল-জরিমানা
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল মনপুরা : ইলিশ প্রজনন মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, মজুদ করা, পরিবহন ও বাজারজাত করন নিষেধাজ্ঞা জারী করে সরকার। এই সময় মনপুরার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে মোট ১৫ টি ছোট-বড় ট্রলার সহ ১৩১ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত।
আটককৃত ট্রলার থেকে ২ লক্ষ ১৫ হাজার মিটার সুতার জাল, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লক্ষ টাকা। এছাড়াও ২০ মণ মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ গরীব ও এতিমদের মধ্যে বিলি করা হয়।
আটককৃত ১৩১ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। যার মধ্যে ৩২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। ২৯ জেলেকে ১ বছর সশ্রম কারাদন্ড ও ৩ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও ২৫ জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানাসহ ১ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
৯ অক্টোবর শুক্রুবার দুপুরে মোবাইল টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান ও অজিত দেব স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য দেন।