বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় ৯৪ জন মৃত্যুর দিনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল।।লালমোহন বিডিনিউজ
করোনায় ৯৪ জন মৃত্যুর দিনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) করোনাভাইরাস নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ২শ’ ৫৭টি ল্যাবে অ্যান্টিজেনসহ ১৯ হাজার ৯’শ ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৩০ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১০,০৮১ জনের মধ্যে ৭ হাজার ৪৯৯ জন পুরুষ ও ২,৫৮২জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫,৯১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।