বুধবার, ১৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় যাত্রী পারাপারের দায়ে ট্রলারসহ ৪ মাঝি আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলায় যাত্রী পারাপারের দায়ে ট্রলারসহ ৪ মাঝি আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরকারের ঘোষিত লকডাউন অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে ২টি ট্রলারসহ ৪ মাঝিকে আটক করেছে নৌ-থানা পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় লক্ষ্মীপুর হতে ট্রলার দুটিতে ৪০০ যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটের দিকে আসছিলো। এসময় মাঝ নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাঝিরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও মেহেন্দীগঞ্জের মোশারেফ।
পূর্ব ইলিশা সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোর থেকেই মেঘনা নদীতে নৌ-পুলিশ টহল দিচ্ছিল। সকালে লক্ষ্মীপুর থেকে দুটি ট্রলারে প্রায় ২’শ করে ৪’শ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছিলো। মাঝ নদীতে নৌ-পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দকৃত ট্রলার দুটি নিলামে বিক্রির পক্রিয়া চলছে বলেও জানান ওসি।