বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বেহাল দশায় লালমোহনের কালমা ইউনিয়ন
বেহাল দশায় লালমোহনের কালমা ইউনিয়ন
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন । অত্র ইউনিয়নের সাধারন মানুষ সকল ক্ষেত্রে সুবিধা বঞ্চিত বলে ব্যাপক অভিযোগ করেছেন এলাকাবাসী ।ইউনিয়নের ৭নং ওয়ার্ড বালুরচর এলাকার ব্রিজ কালভার্ট ও রাস্তাগুলোর করুন অবস্থা । এলাকাবাসী জানায়, পূর্ব বালুরচর পোলের গোড়া নামক এই এলাকার ব্রিজটি প্রায় ১২/১৩ বছর যাবত জড়াজির্ন অবস্থায় পড়ে রয়েছে । এই ব্রিজ সংলগ্ন বালুরচর থেকে পূর্ব কোড়ালমাড়া রাস্তাটির ও বেহাল দশা । একেতো জড়াজির্ন ব্রিজ তার উপর আবার রাস্তার সাথে সংযোগ নেই । এজন্য প্রায়ই দূর্ঘটনার শিকার হতে হয় যানবাহন সহ পথচারিদের । এই এলাকার দক্ষিন পার্শ্বে রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম পার্শ্বে মৃধা বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালুরচর বাজারে মাদ্রাসা রয়েছে । আমাদের এলাকার প্রায় শতাধিক ছেলে মেয়েদের স্কুল যাতায়াত সহ আমাদের চিকিৎসা সেবা ও ব্যবসায়িক কাজে লালমোহন সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি অথচ এই সড়ক ও ব্রিজটি নির্মানে কারো কোনো ভুমিকা নেই । এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বদল হয় কিন্তু দীর্ঘ এত বছরে ও আমাদের এলাকার দু:খ বদল হয়নি ।
এই এলাকার রাস্তাঘাট ব্রিজ নির্মান সহ যাবতীয় সূযোগ সুবিধা পেতে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ।