মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সবাইকে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ আইজিপি’র।।লালমোহন বিডিনিউজ
সবাইকে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ আইজিপি’র।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সবাইকে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি। এ সময় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিভিন্ন থানায় নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গত দুই মাসে অনেকগুলো থানায় হামলার ঘটনা ঘটেছে, এ জন্য কিছু থানায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।’
এদিকে, সর্বাত্মক লকডাউন চলাকালে জরুরি চলাচলের ক্ষেত্রে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এ লক্ষ্যে ‘মুভমেন্ট অ্যাপ’র উদ্বোধন করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে পাসধারী ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য বাধাহীনভাবে চলাচল করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে অ্যাপসটি কার্যক্রম শুরু করেছে।