মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।।লালমোহন বিডিনিউজ
ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরি ঘাটগুলোতে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।
করোনা সংক্রমণরোধে কঠোর লকডাউন শুরুর আগের দিন আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর থেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে ঘাট এলাকায়।
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে ফেরিগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারযোগে পদ্মা পাড়ি দিচ্ছেন।
বিআইডব্লিউটিসি জানায়, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে ১৪টি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় শত শত প্রাইভেট কার ও পণ্যবাহী যানবাহন।
মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়ায় সকাল থেকেই জীবনের ঝুঁকি নিয়ে স্পিড বোট ও ট্রলারে করে নদী পার হচ্ছেন যাত্রীরা। ফেরিতে ছোট যানবাহন ও যাত্রী চাপ বেশি থাকায় পণ্যবাহী ট্রাক পারাপারে লম্বা লাইন দেখা গেছে।
এদিকে, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় পণ্যবোঝাই ট্রাকসহ শত শত গাড়ি।