সোমবার, ১২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল’।।লালমোহন বিডিনিউজ
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরীক অবস্থা স্থিতিশীল আছে। ৪৮ ঘন্টা পর পর চেক আপ করা হচ্ছে বলে জানিয়েছেন ডা. এফ এম সিদ্দিকী।
সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তার শারীরীক অবস্থা পর্যবেক্ষণের পর এ তথ্য জানান তিনি।
ব্রিফিং এ আরো জানানো হয়, খালেদা জিয়ার খাওয়া-দাওয়া ও চলাফেরা স্বাভাবিক রয়েছে। শরীরে অতিরিক্ত কোনো তাপমাত্রা নেই বলেও জানান ডা. সিদ্দিকী।
তিনি আরও জানান, বিএনপি নেত্রীকে প্রয়োজনে হলে যে কোন সময়ে হাসপাতালে নেয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে এবং তাকে পর্যবেক্ষণ করার জন্য দেশি-বিদেশী চিকিৎসকরাও প্রস্তুত রয়েছেন। এ সময় তিনি জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।