রবিবার, ১১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনায় আক্রান্ত খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১১ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, গতকাল আইসিডিডিআর,বি’র পিসিআর ল্যাবরেটরিতে খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ভালো আছেন। তার কোনো উপসর্গ নেই। তিনি ডা. এ কে এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসাধীন রয়েছেন। বলেন, সারাদেশে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।