বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » সহকর্মীকে নারী কনস্টেবলকে ধর্ষণ করল ৩ পুলিশ
সহকর্মীকে নারী কনস্টেবলকে ধর্ষণ করল ৩ পুলিশ
লালমোহন বিডিনিউজ : ভারতের উত্তর প্রদেশে পুলিশের দুই কনস্টেবল ও এক গাড়ি চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী কনস্টেবল।রাজ্যের এটাওয়ার পুলিশ লাইনে কর্মরত ওই নারী কনস্টেবলের অভিযোগ, ঝাঁসি এলাকার একটি মেলায় কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ করেন পুলিশ কনস্টেবল অজয় যাদব ও রাজা ভাই। অপর ধর্ষক পুলিশের এক গাড়িচালক বলে জানালেও তার নাম জানাতে পারেননি তিনি। ঘটনার পরে তিনি উত্তর প্রদেশের কানপুর জোনের আইজিকে বিষয়টি জানান।
ওই নারী কনস্টেবল বলেন, ‘তারা (ধর্ষকরা) আমাকে চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় পানের প্রস্তাব দেয়। আমি সেটি পান করলে অচেতন হয়ে পড়ি। পরবর্তী সময়ে ধর্ষণ বিষয়টি প্রকাশ না করার জন্য আমাকে অস্ত্রের ভয় দেখায় তারা।’
এ বিষয়ে উত্তর প্রদেশের এটাওয়ারের জ্যেষ্ঠ পুলিশ সুপার মঞ্জিল সাইনি জানান, গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর ঝাঁসিতে একটি মেলার ডিউটিতে ছিলেন ওই নারী কনস্টেবল। ঘটনার সময় তিনি ও আরেক নারী কনস্টেবলকে জোর করে মেলার বাইরে একটি পুলিশের গাড়িতে নিয়ে যান অভিযুক্তরা। সেখানেই তিনি ধর্ষণের শিকার হন বলে জানিয়েছেন। সূত্র: এনডিটিভি