
বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ: বেড না পেয়ে মেঝেতে রোগীরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ: বেড না পেয়ে মেঝেতে রোগীরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ মৌসুম পরিবর্তনের সাথে সাথে ভোলার লালমোহনে অস্বাভাবিক হারে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই গড়ে ৩০/৩৫ জন ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানা গেছে।
এদিকে ৫০ শয্যার হাসপাতালে এত রোগীর বেড না থাকায় মেঝেতেই আশ্রয় নিয়েছেন রোগীরা। ফলে এত রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মার্চে লালমোহন হাসপাতালে ৩৩৪ জন ডায়েরিয়ার রোগী ভর্তি হয়েছিলেন, আর চলতি এপ্রিলের ৮দিনেই নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬০জন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানান, জনবল ও বেড সংকটের কারণে এত রোগীর চিকিৎসা সেবার চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। তাই গরমে ডায়রিয়া থেকে সাবধান থাকতে খাবারের ব্যাপারে সতর্ক থাকা ও বিশেষ করে শিশুদের প্রতি বেশি যত্ন নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।