সোমবার, ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মোট ২৬ জনের মরদেহ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মোট ২৬ জনের মরদেহ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে লঞ্চডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬। এখনও ৮ থেকে ৯ জন নিখোঁজ, এমন দাবি করেছেন স্বজনরা।
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধারে কাজ শুরু করে বিআইডব্লিউএ’র জাহাজ ‘প্রত্যয়’। কিন্তু লঞ্চটি প্রায় ৩৫ ফুট গভীরে চলে যাওয়ায় এবং প্রচুর বালু ঢুকে পড়ায় ব্যাহত হয় উদ্ধারকাজ। পরে দুপুরের দিকে ধীরে ধীরে তা টেনে তোলা হয়। নিখোঁজদের সন্ধানে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী আর ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
তাদের ধারণা, লঞ্চের ভেতরে আটকে পড়া অনেকে প্রচণ্ড স্রোতে ভেসে গেছেন। রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ সাবিত আল হাসান ডুবে যায়। রাতেই উদ্ধার করা হয় ৫ জনের মরদেহ।