
রবিবার, ৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষঃ আহত-১৫।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষঃ আহত-১৫।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মিজান পোদ্দার ও হুমায়ুন কবির গাইনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তজুমদ্দিন থানা পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহতদের তজুমদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।