বুধবার, ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বদরপুরের বিজিডির ৬মাসের চাউল আত্বসাৎ করল চেয়ারম্যান জাফর
লালমোহনে বদরপুরের বিজিডির ৬মাসের চাউল আত্বসাৎ করল চেয়ারম্যান জাফর
লালমোহন বিডিনিউজ : লালমোহনে বদরপুরের চেয়ারম্যান আবু জাফরের বিরুদ্বে বিজিডির ২শ কার্ডের প্রায় ৭০ জন উপকার ভোগীর প্রায় সাড়ে ১২ টন চাউল আত্বসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল লালমোহন সরকারী গুদাম থেকে চাউল নিতে এসে তারা জুলাই -আগষ্ট ২মাসের ৬০ কেজি চাউল পেলে বিজিডি কার্ডধারী প্রায় ৭০জনে বিগত ৬ মাসের চাউলের না পাওয়ায় বিক্ষুদ্ব হয়ে উঠে। তারা অভিযোগ করে বলেন চেয়ারম্যান গত কোরবানীর ঈদের আগে বিজিডির র্কাড ধারীদের চাউল দিলে আমাদের প্রায় ৭০ জনের মাসিক ৩০ কেজি করে ৬ মাসের প্রায় সাড়ে ১২ টন চাউল না দিয়ে চেয়ারম্যান কার্ড নিজে নিয়ে যায়। আজ কার্ডের চাউল নিতে গিয়ে দেখি ৬ মাসের চাউল না দিয়ে চেয়ারম্যান নিজে স্বাক্ষর করে উসুল দিয়ে দিয়েছে । অভিযোগে জানাযায় বিজিডি উপকারভোগী ৫ নং ওয়ার্ডের ইয়ানুর(১১৪), ৮নং ওয়ার্ডের জোহুরা (১৬৭), হাসিনা(১৮৪)ফেরাদাউস(১৬৩), রিংকু বিবি(১৬৪), ৬নং ওয়ার্ডের সাহিদা(১২২), সেফালী (১২১),৯নং ওয়ার্ডের নিলুফা(১৪৯), মরিয়ম বেগম(১৮৯),জোৎসনা আক্তার (১৭২), দিলারা বেগম(১৮৭) নম্বর কার্ডধারী সহ প্রায় ৭০ জনের চাউল সরকারী গোটাউন থেকে নিয়ে কালোবাজীর কাছে বিক্রি করে দিয়েছে চেয়ারম্যান আবু জাফর। চাউল না পাওয়া সম্পর্কে ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার আসাদ মেলকার ও ৯নং ওয়ার্ড মেম্বার অলি আহম্মেদ বলেন, চাউল চেয়ারম্যান দিবে বলে দায়িত্ব নিয়েছেন। তিনি কেন চাউল না দিয়ে স্বাক্ষর করেছেন তা বলতে পারছিনা। তবে আমাদের কাছে ও অনেক কার্ডধারী ৬ মাসের চাউল না পাওয়ার অভিযোগ করেছেন। এব্যাপারে চেয়ারম্যান আবু জাফরের মোবাইল নম্বর ০১৯১২১৬৪৪২৪ তে কল দিলে তার নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, এ চেয়ারম্যান এলাকায় থাকেন না , তিনি অধিকাংশ সময় ঢাকা থাকায় সরকারী বিভিন্ন সহায়তা সঠিক ভাবে বিতরন করেন না। তার বিরুদ্বে এর পূর্বেও জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে তদন্ত হয়েছে। তিনি বিজিডি, বিজিএফ ও জেলেদের চাউল মাস্টাররুল রেখে মনগড়া ভাবে সিলিপ দিয়ে বিতরন করেন। তিনি আমাদের সাথে কোন কাজের সমন্নয় করেন না।