
বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » শেরপুরে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত পর্যটন কেন্দ্র, বিয়ে, সভা-সমাবেশ বন্ধ।।লালমোহন বিডিনিউজ
শেরপুরে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত পর্যটন কেন্দ্র, বিয়ে, সভা-সমাবেশ বন্ধ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : শেরপুরে করোনা সংক্রমণ রোধে ১ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত পর্যটন কেন্দ্র, সিনেমা হল, বিয়ে, খেলাধুলা এবং সব ধরনের ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নির্দেশনা জারি করে ইতোমধ্যে জেলাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধ ঘোষণাসংক্রান্ত পোস্ট দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ১৫ই এপ্রিল পর্যন্ত ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ীর মধুটিলা ইকো পার্ক, তাড়ানি পানিহাতা, শ্রীবরদীর রাজার পাহাড়, ডিসি উদ্যান, অর্কিডসহ জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।
তবে স্বাস্থ্যবিধি মেনে যান চলাচল, হোটেল ও উপাসনালয় খোলা রাখা যাবে। এ ছাড়া প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাড়ির বাইরে না বেরোনোর নির্দশনা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ।