মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে নারী কর্মীর সাথে পরকীয়ায় মত্ত প্রাণি সম্পদ কর্মকর্তাঃ এলাকায় তোলপাড়।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে নারী কর্মীর সাথে পরকীয়ায় মত্ত প্রাণি সম্পদ কর্মকর্তাঃ এলাকায় তোলপাড়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার ও তার নারী কর্মীর পরকীয়ার ঘটনায় তজুমদ্দিনে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবস্থা বুঝে জনরোষের ভয়ে গাঁ ঢাকা দিয়েছেন ওই কর্মকর্তা। এদিকে নারীকর্মীর সাথে পরকীয়ার ঘটনায় সংশ্লিষ্ট জেলা কর্মকর্তা ও সাংবাদিদের কাছে প্রতিকার চেয়েছেন ওই কর্মকর্তার স্ত্রী।
জানা গেছে, প্রাণি সম্পদ দপ্তরের কমিউনিটি এসটেনশন ফর লাইভস্টক (সিল) এর এক ইউনিয়ন মুসলিম নারী কর্মীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন পলাশ চন্দ্র সরকার। তারই সূত্র ধরে গত ২৬ মার্চ-সন্ধ্যায় বেতুয়া টু ঢাকা সার্ভিসে ওই নারী কর্মীকে নিয়ে ঢাকায় পাড়ি জমান এ কর্মকর্তা। বিষয়টি জেনে গেলে পলাশ সরকারের স্ত্রী এবং ওই নারী কর্মীর স্বামী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে জনসম্মুখে আসে পরকিয়ার ঘটনাটি। পরে ওই নারী কর্মীর স্বজনরা পলাশ সরকারকে খোঁজাখুঁজি শুরু করলে পালিয়ে যান তিনি।
পরকীয়ায় মত্ত নারী কর্মীর স্বামী জানান, কর্মের তাগিদে ঢাকায় থাকেন তিনি। স্ত্রীর এমন ঘটনা শুনে বাড়ী এসেছেন তিনি। বিষয়টি নিয়ে পলাশ সরকারের স্ত্রী মোবাইলে কল করে তার সাথে খারাপ ব্যবহার করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে পলাশ সরকারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ মন্ডল জানান, তজুমদ্দিন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের একটি নারী ঘঠিত ব্যাপার আমাকে অবহিত করা হয়েছে। পলাশ সরকার মোবাইল ফোনে দুই দিনের ছুটি চেয়েছে।