মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘হেফাজতের কাঁধে বসে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামাত’-বললেন হানিফ।।লালমোহন বিডিনিউজ
‘হেফাজতের কাঁধে বসে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামাত’-বললেন হানিফ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে, সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হেফাজতকে নিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, ২০১৩ সালেও একইভাবে মাদ্রাসাছাত্রদের বিভ্রান্ত করে, বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করেছিল। সেসময় জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে দমন করা হয় বলেও উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ।