মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | কোর্ট-কাচারী | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশি হত্যার দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড।।লালমোহন বিডিনিউজ
বাংলাদেশি হত্যার দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী হত্যার দায়ে এক সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০০৬ সালে দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে কথা কাটাকাটির জেরে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে গুলি করে হত্যা করে সৌদি নাগরিক উমর আল শাম্মেরি। এতে সাগর পাটোয়ারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর পালিয়ে যান উমর। পরে ২০১৮ সালে তাকে আটক করা হয়।
দাম্মাম ক্রিমিনাল কোর্টে হত্যা মামলার ১২টি শুনানিতে অংশ নেয় বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি। গত ২৪ মার্চ এই মামলার রায় ঘোষণা করা হয়। নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের অধিবাসী ছিলেন।