সোমবার, ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে হামলাঃ বৃদ্ধাসহ আহত-৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে হামলাঃ বৃদ্ধাসহ আহত-৩।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বিবি হাজেরা (৭০) নামের এক বৃদ্ধাসহ ৩জন আহত হয়েছেন।
রবিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত আবু কালামের স্ত্রী বিবি হাজেরা, তার ছেলে দুলাল ও পুত্রবধূ নাছিম বেগম। হাজেরা ও দুলাল লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নাছিমা বেগম বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯।
বৃদ্ধার ছেলে দুলাল জানায়, বাড়ির দরজায় ডোবায় বালি ভরাট করতে গেলে পুলিশের সহায়তায় কাজ বন্ধ করে দেয় একই এলাকার মৃত আঃ মালেকের ছেলে ইকবাল। পরে কাজ বন্ধ রেখে গজারিয়া বাজারে নিজের পানের দোকানে ফিরে আসে সে।
এদিকে ডোবা ভরাটের জন্য ক্রয়কৃত বালি নিয়ে আরেকটি গাড়ি চলে আসে। তাই বালিগুলো অন্যত্র রাখার ব্যবস্থা করা হচ্ছিল। এমতাবস্থায় ইকবাল, তার ভাই আনোয়ার, মনির ও ভাতিজা হাসনাইনসহ কয়েকজন মিলে গাড়ি ও তার স্ত্রী নাছিমা বেগমের উপর চড়াও হয়। খবর পেয়ে পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে আসলে বৃদ্ধা মা বিবি হাজেরার উপর অতর্কিত হামলা চালায় ইকবাল ও তার লোকজন।
পরে ওইদিনই গজারিয়া বাজারে এসে দুলালের উপরও হামলা চালায় তারা। তাদের হামলায় গুরুত্বর আহত দুলালকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চেয়ে ইকবালের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি তিনি।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আসামীদের আটকের চেষ্টা চলছে।