সোমবার, ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নিপুন রায়ের ৩ দিনের রিমান্ড।।লালমোহন বিডিনিউজ
নিপুন রায়ের ৩ দিনের রিমান্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানীর হাজারীবাগ থানায় নাশকতা পরিকল্পনার মামলায় সহযোগীসহ বিএনপি নেত্রী নিপুন রায়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ মার্চ) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
২৮ মার্চ (রবিবার) বিকেলে হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদানের অভিযোগে এক কর্মীসহ বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১ জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুন রায় চৌধুরীকে আজ বিকাল ৪টায় র্যাব গ্রেফতার করে। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে এর আগেই র্যাব গ্রেফতার করা হয়।