বুধবার, ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বদরপুরের চেয়ারম্যানের বিজিডির ৭০ নামের চাউল আত্বসাৎ
লালমোহনে বদরপুরের চেয়ারম্যানের বিজিডির ৭০ নামের চাউল আত্বসাৎ
লালমোহন বিডিনিউজ ডেস্ক : লালমোহনে বদরপুরের চেয়ারম্যান আবু জাফর বিজিডির প্রায় ৭০ জন উপকার ভোগীর চাউল আত্বসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার লালমোহন সরকারী গুদাম থেকে চাউল নিতে এসে তারা জুলাই -আগষ্ট ২মাসের ৬০ কেজি চাউল পেলে বিজিডি কার্ডধারী প্রায় ৭০জনে বিগত ৬ মাসের চাউলের না পাওয়ায় বিক্ষুদ্ব হয়ে উঠে। তারা অভিযোগ করে বলেন চেয়ারম্যান গত কোরবানীর ঈদের আগে বিজিডির র্কাড ধারীদের চাউল দিলে আমাদের প্রায় ৭০ জনের চাউল না দিয়ে চেয়ারম্যান কার্ড নিজে নিয়ে যায়।আজ কার্ডের চাউল নিতে গিয়ে দেখি ৬ মাসের চাউল না দিয়ে চেয়ারম্যান নিজে স্বাক্ষর করে উসুল দিয়ে দিয়েছে। বিস্তারিত ………আসছে ভিডিও সহ