রবিবার, ২৮ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী আটক।।লালমোহন বিডিনিউজ
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সহিংসতায় মদদ দেয়ার অভিযোগে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ মার্চ) বিকেল চারটার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে।
সহিংসতায় মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
নিপুন রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।