শনিবার, ২৭ মার্চ ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হতাহতের ঘটনা নজিরবিহীন- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হতাহতের ঘটনা নজিরবিহীন- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুলিশের গুলিতে হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকালে গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে, এই ঘটনার প্রতিবাদে ২৯শে মার্চ ঢাকা ও ৩০শে মার্চ জেলা সদরে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। হেফাজতের হরতালে বিএনপির সমর্থন নেই জানিয়ে তিনি বলেন, হরতাল পালন তাদের গণতান্ত্রিক অধিকার, এটি যৌক্তিক।
এছাড়াও, জনগণের মতামত উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার ক্ষমতায় থাকতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।