বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ১৯৭১’র ২৫ মার্চ পাকিস্তানী হানাদারদের বর্বরোচিত গণহত্যাসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ২৫শে মার্চ গণহত্যার দূর্লভ স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার শাহাজাহান মিয়া, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার প্রমূখ।