বুধবার, ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সরকারের অভূতপূর্ব উন্নয়নগুলোও গণমাধ্যমে তুলে ধরুন-সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
সরকারের অভূতপূর্ব উন্নয়নগুলোও গণমাধ্যমে তুলে ধরুন-সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বিধায় দেশে পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। বর্তমানে দেশের সাংবাদিক ও সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিকগণ সকল সংবাদ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারছেন। তাই আপনারা সকল সংবাদের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নকর্মও জাতির সামনে তুলে ধরুন।
মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাব কক্ষের উন্নয়নকাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক জসিম জনির সঞ্চালনায় মতবিনিময় সভায় ক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।