সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে এক জেলের কারাদণ্ড ও অবৈধ জাল আটক।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে এক জেলের কারাদণ্ড ও অবৈধ জাল আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালিয়ে এক জেলোসহ ১৬ হাজার মিটার অবৈধ জাল আটক করেছেন। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে ওই জেলেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় শশীগঞ্জ মাছঘাটে আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফেরদাউস (পি. ও) জানান, সোমবার তজুমদ্দিনের মেঘনা নদীর বাসনভাঙার চর ও কাটাখালির খাল এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি নৌকার প্রায় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ হাজার মিটার ইলিশ জাল আটক করা হয়। এসময় আলাউদ্দিন নামে এক জেলেকে নৌকাসহ আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, মার্চ- এপ্রিল দুইমাস মেঘনায় ইলিশ মাছ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের নিয়মিত টহলে অবৈধ জাল আটক ও ধ্বংস অব্যাহত থাকবে। এজন্য ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে।