রবিবার, ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে-এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে-এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক
দিক নির্দেশনার ফলে দেশে মহামারি করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এ মহামারিতে মৃতের হার অনেক কম। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই করোনা মোকাবিলা সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
সকলকে সরকার ঘোষিত সকল নিয়ম মেনে চলার আহবান জানিয়ে এমপি শাওন আরও বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, আমরা সরকার কর্তৃক নির্দেশিত, মাক্স পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সকল নিয়ম মেনে চললে করোনার প্রকোপ থেকে রক্ষা পাবো- ইনশাআল্লাহ।
রবিবার সকালে লালমোহন থানা পুলিশের আয়োজনে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে “প্রচারণা র্যালী” তে অংশগ্রহণপূর্বক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
পরে পুলিশের পক্ষে পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ লালমোহন থানার সকল পুলিশ সদস্যরা।