
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জাতির পিতার জীবনী পড়লে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে শিক্ষার্থীরা-এমপি শাওন
জাতির পিতার জীবনী পড়লে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে শিক্ষার্থীরা-এমপি শাওন
ভোলা প্রতিনিধি॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তাঁর নিজের লেখা ও তাঁকে নিয়ে লেখা জীবনীগ্রন্থ পড়লে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হবে শিক্ষার্থীরা। দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য জাতির পিতার যে অবিস্মরণীয় ত্যাগ ও বিজর্সন তা নতুন প্রজন্মকে জানাতে হবে।
বৃহস্পতিবার বিকেলে লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, বিগত বিএনপি জামাত জোট সরকার ইতিহাস বিকৃতি করেছে। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের মাধ্যমেই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানবে।
পরে বিশিষ্ট শিক্ষাবিদ লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজ (লালমোহন হানিফ মহিলা কলেজ) এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রয়াত প্রফেসর মোহাম্মদ হানিফের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষিকাগণ।