সোমবার, ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দুদক এখন আর নখদন্তহীন নয়-বিদায়ী চেয়ারম্যান।। লালমোহন বিডিনিউজ
দুদক এখন আর নখদন্তহীন নয়-বিদায়ী চেয়ারম্যান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দুর্নীতি দমন কমিশন এখন আর নখদন্তহীন নয়, আইনিভাবে এটি একটি শক্তিশালী প্রতিষ্ঠান। এমন মন্তব্য করেছেন সংস্থার বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার (৮ মার্চ) সকালে দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুদক সমাজে দুর্নীতিবিরোধী এমন একটা বার্তা দিতে পেরেছে যে, আইনের উর্ধ্বে কেউই নয়।
সকালে দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুদক সমাজে দুর্নীতিবিরোধী এমন একটা বার্তা দিতে পেরেছে যে, আইনের উর্ধ্বে কেউই নয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ দাবি করেন, গত ৫ বছরে দুদকে দায়িত্ব পালনে কোনো চাপ অনুভব করেন নি তিনি।
একই সাথে সরকারের পক্ষ থেকেও কোনো চাপ ছিল না। তিনি বলেন, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছি।
এছাড়া, বেসিক ব্যাংকের লোপাট হওয়া টাকার গন্তব্য নিশ্চিত না হওয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই জানিয়ে তিনি বলেন, ৬৫টি মামলা হয়েছে, সামনে আরো মামলা হবে।