সোমবার, ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” ও করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৮মার্চ) সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে “মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে নারীরী পিছিয়ে নেই, আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও নারী নেতৃত্ব সমানতালে এগিয়ে চলছে। দেশের উন্নয়নে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী’র সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মাদ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিন আকতার প্রমূখ।