রবিবার, ৭ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে থানা পুলিশের আনন্দ উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে থানা পুলিশের আনন্দ উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭মার্চ ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।
বাংলাদেশ পুলিশের নির্দেশনানুযায়ী দেশের সকল থানায় আনন্দ উদযাপনের অংশ হিসেবে রবিবার বিকেলে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেরন্সর মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। অনুষ্ঠানে ১৯৭১ সালের এইদিনে রেসক্রোস ময়দানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” পুরো বক্তব্যটি নিজ কণ্ঠে হুবহু তুলে ধরে ষষ্ঠ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী রুহাদ। পরে সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিককর্মীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ পৌর কাউন্সিলর ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।