রবিবার, ৭ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। লালমোহন বিডিনিউজ
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৭ মার্চ) সকালে লালমোহন থানা মোড়স্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
পরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী অফিসার আল নোমান’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।