শনিবার, ৬ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় আধা কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
ভোলায় আধা কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধিঃ ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদ বেপারী (৪২) ও মোঃ ফজলে আলম (সাব্বির) (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৬ মার্চ) দুপুরে সদর মডেল থানাধীন বাপ্তা ০১নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক শহিদ বেপারী বাপ্তা ৫নং ওয়ার্ড সুন্দর খালী গ্রামের কাঞ্চন বেপারীর ছেলে এবং ফজলে আলম সাব্বির আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছিফলি গ্রামের ফজলে রাব্বির ছেলে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখারএস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সদর মডেল থানাধীন বাপ্তা ০১নং ওয়ার্ড এলাকা থেকে মোঃ শহিদ বেপারী ও মোঃ ফজলে আলম সাব্বির কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।