শুক্রবার, ৫ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবার কথা বলিনি’-আইনমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবার কথা বলিনি’-আইনমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে, এমন কোন কথা বলেননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে গণমাধ্যমকে টেলিফোনে এ কথা বলেন তিনি। এসময় আইনমনত্রী জানান, ‘আমি এ বিষয়ে কিছুই বলিনি। যারাই এ তথ্য প্রচার করছে তারা ভুল তথ্য দিচ্ছে। আম ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের ব্যাপারে কিছুই বলিনি।’
তবে এর আগে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হচ্ছে কি না’- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী জানান, ‘সময় আসলেই সব দেখা যাবে।’
এর আগে, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে “কিছুদিনের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে” বলে সংবাদ প্রচার করা হয়।
সম্প্রতি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে লেখক, সংস্কৃতিকর্মী, প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। দেশের সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি ও উদ্বেগের মধ্যে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় ডিজিটাল নিরাপত্তা আইন। এই নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই সুশীল সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ব্যাপক সমালোচিত ৫৭ সহ কয়েকটি ধারা বাতিল করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও পুরনো আইনের বাতিল হওয়া ধারাগুলো নতুন আইনে রেখে দেওয়ায় এর অপপ্রয়োগের শঙ্কা থেকেই যায় বলে জানিয়েছে সুশীল সমাজ।