বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শিলাকে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চায় তজুমদ্দিনের শম্ভুপুরবাসী।। লালমোহন বিডিনিউজ
শিলাকে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চায় তজুমদ্দিনের শম্ভুপুরবাসী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে উপজেলা যুব মহিলালীগের সভাপতি কহিনুর বেগম শিলা কে পেতে চায় শম্ভুপুর ইউনিয়নবাসী।
তাদের মতে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তৃণমূলের এ নারী নেত্রী ব্যাপক ভূমিকা পালন করবেন।
কহিনুর বেগম শিলা উপজেলার ঐতিহ্যবাহী গাজী বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড শাহাবুদ্দিন গাজীর স্ত্রী।
ইতোমধ্যে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে সকলের কাছে দোয়া চাইছেন শিলা। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে বাড়ীতে উঠান বৈঠক ও গণসংযোগ করছেন তিনি।
আগামী এপ্রিলে ১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর ভোটারদের মাঝে নির্বাচনী আলোচনায় সাড়া জাগিয়েছেন যুবমহিলা লীগের সভাপতি কহিনুর বেগম শিলা।
কহিনুর বেগম শিলা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে তরান্বিত করার প্রয়াসে আমি জনগণের ও এলাকার সেবক হতে চাই। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের হাতকে শক্তিশালী করতে চাই। তাঁর দিক নির্দেশনায় এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।