
বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোনে ওয়ারেন্টভূক্ত ৪ আসামী গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোনে ওয়ারেন্টভূক্ত ৪ আসামী গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বদরপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বগীরচর গ্রামের মৃত আমীর হোসেন চৌকিদারের ছেলে বাবুল হোসেন চৌকিদার। তার বিরুদ্ধে ১০হাজার টাকা জরিমানা ও দেড় বছরের কারাদণ্ড রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অন্যরা হলেন, উপজেলার কালমা ৪নং ওয়ার্ড চরছকিনা গ্রামের মৃত রতন পাটোয়ারীর ছেলে রিয়াজ পাটোয়ারী, ফরাজগঞ্জ ৩নং ওয়ার্ডের চান মিয়া মেলকারের ছেলে মনির হোসেন ও পৌরসভা ৯নং ওয়ার্ডের মোঃ তৈয়ব আলীর ছেলে মোঃ লিটন।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিয়মিত অভিযানকালে ওয়ারেন্টবূক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে এবং তা অব্যাহত থাকবে।