বুধবার, ৩ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পরকীয়ায় মত্ত স্ত্রী কর্তৃক স্বামীর নামে মিথ্যে মামলার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পরকীয়ায় মত্ত স্ত্রী কর্তৃক স্বামীর নামে মিথ্যে মামলার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে পরকীয়ায় মত্ত হয়ে প্রেমিকের সান্নিধ্যে যাওয়ার লক্ষে স্বামীর নামে মিথ্যে দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০১৯ তারিখে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী চতলা গ্রামের আঃ কালামের ছেলে মোঃ হাবিবউল্যাহ নয়নের সাথে একই ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ গ্রামের রুস্তম আলীর মেয়ে আকলিমার বিবাহ হয়। বিবাহের পর স্বামীর বাড়িতে থাকতো আকলিমা। কিন্তু গত ২০ নভেম্বর ২০১৯ তারিখে গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণাংকার নিয়ে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যায় সে। এদিকে স্ত্রীকে অনেক খোঁজার পর পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৩নং ওয়ার্ড মধ্য চরকলমী গ্রামের ছিদ্দিক মেস্তুরীর ছেলের সাথে আকলিমা ঘর বেঁধেছে বলে সন্ধান পাওয়া যায়।
পরে গত ৪ ফ্রেব্রুয়ারি ২০২১ তারিখে পুত্রবধূ ও তার বর্তমান স্বামীর পরিবারের নামে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ করেন নয়নের পিতা আবুল কালাম।
ভুক্তভোগী নয়ন অভিযোগ করে বলেন, আকলিমার অন্যত্র সম্পর্ক ছিল। সংসারে অশান্তির ভয়ে আমি চুপ ছিলাম। কিন্তু সে পরকীয়া স্বামীর সাথে ঘর বাঁধার আশায় রাতের আঁধারে বাবার বাড়ি চলে যায়। পরে আমার নামে যৌতুক মামলা করে এবং তালাকও দিয়েছে। আকলিমা যদি পরকীয়ায় মত্ত না থাকতো, তাহলে বর্তমান স্বামীর সাথে বিয়ের ৪/৫মাসের মধ্যে সন্তানের মা হয় কিভাবে?
সূত্রে জানা যায়, নয়নের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ এনে গত ৬ নভেম্বর ২০১৯ তারিখে লালমোহন সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলা করেন আকলিমা এবং ২০ নভেম্বর ২০১৯ তারিখে মোকাম নোটারী পাবলিক (ভোলা) এর মাধ্যমে নয়ন কে তালাকও দেয় সে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১০ আগস্ট ২০২০ তারিখে দক্ষিণ আইচার চরকলমী গ্রামের মোঃ ছিদ্দিক মেস্তুরীর ছেলে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকলিমা। তাদের ঘরে ছেলে সন্তানও রয়েছে।
আকলিমার বড় ভাই সবুজ জানায়, দক্ষিণ আইচা এলাকার রবিউল আলম রুবেলের সাথে আকলিমার বিয়ে হয়েছে। তাদের ঘরে ১৯দিন বয়সি একটি ছেলে সন্তান আছে।
এ ব্যাপারে আকলিমার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।