মঙ্গলবার, ২ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের অর্থ দিয়ে মর্যাদার সঙ্গে চলার তাগিদ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
‘উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের অর্থ দিয়ে মর্যাদার সঙ্গে চলার তাগিদ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সংশোধিত এডিপিতে কমলো বিদেশি বরাদ্দের হার। উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের অর্থ দিয়ে মর্যাদার সঙ্গে চলার তাগিদ প্রধানমন্ত্রীর।
২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি’র আকার ছিল ২ লাখ ৫ হাজার ১৪৪ কোটি টাকা। বড় অঙ্কের এ উন্নয়ন বাজেটে বিদেশি অর্থায়ণ কমছে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। যার ফলে কমলো এডিপি’র আকার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় চলতি অর্থবছরের সংশোধিত এডিপি বরাদ্দ দেয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তা ভাবনাও সেভাবে করতে হবে। এখন থেকে নিজেদের টাকায় উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের অর্থ দিয়ে মর্যাদার সঙ্গে চলতে হবে।
উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে অর্থের কাঁটছাঁট ও বরাদ্দ বাড়ানো হয়েছে চলমান প্রকল্পগুলোর থেকেই। কমেছে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের বরাদ্দ। আর বেড়েছে স্বাস্থ্যখাতের বরাদ্দ। ৩ হাজার ২০৬ কোটি ৪২ লাখ টাকা বাড়িয়ে স্বাস্থ্যখাতের বরাদ্দ এখন সাত হাজার ৮৫৭ কোটি টাকা। দেশের প্রতিটি মানুষের জন্য করোনা টিকা নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা আমরা কিনছি, সামনে আরও কিনতে হবে। আমাদের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। শিক্ষক, বিভিন্ন কর্মচারি যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকেই আমরা আগে ভ্যাকসিনটা দিতে চাই। আমাদের ভ্যাকসিনের জন্য আলাদা করে কিছু টাকা রেখে দিতে হবে।
পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনাসচিব মোহাম্মদ জয়নুল বারী জানান, মূল এডিপি থেকে বাদ পড়েছে ২৮টি প্রকল্প আর যোগ হয়েছে ১৭২টি। মোট ১ হাজার ৮৮৬টি প্রকল্পের মধ্যে ৪৪২টি চলতি অর্থবছরেই শেষ করার নির্দেশনা আছে।
ব্রিফিংয়ে জানানো হয়, জানুয়ারি পর্যন্ত গেল ৭ মাসে এডিবি বাস্তবায়ন হয়েছে মাত্র ২৮ দশমিক চার পাঁচ শতাংশ। যা গলে ৪ অর্থবছরে মধ্যে সবচেয়ে কম।