রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলার দুই পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়।।লালমোহন বিডিনিউজ
ভোলার দুই পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : শেষ হয়েছে ভোলা সদর ও চরফ্যাসন পৌরসভার নির্বাচন। এতে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। অপরদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে প্রথামবার মেয়র নির্বাচিতন হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোঃ মোরশেদ। পঞ্চম পর্যায়ে রবিবার ভোলার ২টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির হারুন অর রশিদ ট্রুমেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলণ প্রার্থী আতাউর রহমান হাতপাখায় পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।
এদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মোঃ মোরশেদ পেয়েছেন ১৪ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮৮ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৩ ভোট।
এদিকে ভোলা পৌরসভা কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে মোঃ শাহে আলম, ৮নং ওয়াার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামীম, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জোছনা ইয়াছমিন, সামছুন নাহার সোনিয়া ও রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।
প্রথম বারের ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তা বেস্টুনি ছিল। কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।