শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » লেখক মুশতাকের মৃত্যুতে মানবাধিকার কমিশনের নিন্দা।।লালমোহন বিডিনিউজ
লেখক মুশতাকের মৃত্যুতে মানবাধিকার কমিশনের নিন্দা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন।
দুপুরে সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্বেগের কথা জানায়। কমিশন মনে করে, অনাকাঙ্খিত যেকোন মৃত্যু সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি। কারাবন্দি অবস্থায় মৃত্যুর দায় রাষ্ট্র বা তার অধীনস্থ কোন সংস্থা কোনোভাবেই এড়াতে পারেনা।
কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে বলে জানানো হয়।