
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ভুয়া ডিবি পরিচয়ে অপহরনকালে ৩ অপহরনকারী আটক
ভোলায় ভুয়া ডিবি পরিচয়ে অপহরনকালে ৩ অপহরনকারী আটক
লালমোহন বিডিনিউজ, ভোলা সংবাদদাতা : ভোলায় ডিবি পরিচয় দিয়ে শিশু আপহরনকালে ৩ অপহরনকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ৩অপহরন কারীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। পরে তাদেরকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়।
পুলিশ সুপার জানান ,শনিবার সন্ধ্যায় ৫ম শ্রেনীর ছাত্র মাইনুদ্দিন বোরহানউদ্দিন বাজারে চা খাওয়া অবস্থায় তাকে ডিবি পরিচয় দিয়ে ২টি হোন্ডা এসে তাকে তুলে নিয়ে অপহরন করে। পরে অপহরন কারী আদনান,জাকির,রিয়াজর মাইনউদ্দিনের মা শাহিদার কাছে মুক্তিপন হিসাবে ১ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তার ছেলে মাইনুদ্দিনকে মেরে ফেলার হুমকী প্রদান করে অপহরনকারীরা। পরে অপহরন কারী রিয়াজ তার একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠনোর কথা বলে। এই ঘটনায় পরে মাইনুদ্দিন এর পরিবার বোরহানউদ্দিন থানায় অপহরনের অভিযোগ করে। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে অপহরনকারীদের অবস্থান সনাক্ত করে খাসের হাট একটি ইটভাটা থেকে অপহৃত মাইনুদ্দিনকে উদ্ধার করে। এর সাথে জড়িত অপহরনকারী রিয়াজকে আটক করে। পরে রিয়াজের তথ্যমতে আফনান ও জাকির নামের আরো দুই অপহরনকারীকে আটক করা হয়। পুলিশ সুপার মনিরুজ্জামান আরো জানায়, এর সাথে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।