শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ব্যক্তিগত সহকারীর অসুস্থ পিতাকে দেখতে লালমোহন হাসপাতালে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
ব্যক্তিগত সহকারীর অসুস্থ পিতাকে দেখতে লালমোহন হাসপাতালে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী মোঃ মিজানুর রহমানের শতবর্ষী পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুরে শতবর্ষী এ শিক্ষকের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহেরসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন শতবর্ষী এ শিক্ষকের সন্তান ও এমপি শাওনের ব্যক্তিগত সহকারী মোঃ মিজানুর রহমান ।