বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কর্মক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
কর্মক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নিজ কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশের নাম উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম ক্যাম্পাসে, ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সমুদ্রসীমা আইন করলেও, ৭৫ পরবর্তী সরকার এই আইন বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সমুদ্রসীমা অর্জন করে।
তিনি বলেন, এখন সমুদ্রসম্পদ ব্যবহার করে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করছে সরকার। একই সাথে জলপথে পণ্য পরিবহণ যেন আরো সুষ্ঠুভাবে হয়, সেদিকেও দৃষ্টি দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটরের মাধ্যমে এখন থেকে প্রশিক্ষণ দেয়া হবে। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে। মেরিন একাডেমির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে।